অনুরাগের উল্লাস
শ্রী সমরেন্দু চক্রবর্ত্তী
প্রাকৃত প্রকৃত প্রাণের প্রেম বড় অবাধ্য,
মানে না বারণ বাঁধন রুখবে কার সাধ্য!
সে না হয় মানিল না, না করুক স্বীকার,
তাতে কি এল গেল হৃদয় ভরিল আমার!
সকল ভক্তির শক্তিতে ভালোবাসি অনুক্ষণ,
সর্বস্ব উৎসর্গী সর্বশান্ত হতে চায় দেহমন।
সে আসে ভালবাসে,দেয় শান্তি শুধু স্বপনে,
বুঝি দিতে চায় প্রেম পারেনা সংগ্রামী জীবনে?
প্রতীক্ষ্য তীব্র বিভাবসু লয়ে আসে ছড়ায়ে হেম
বিভাবরীর ঘন আস্তরণ ভেদী যত আলো প্রেম!
আজি এ প্রভাতে নরম নরম ভালবাসা ঝরে-
জেগে ওঠে পৃথিবী করে আলিঙ্গন বিভাকরে!
যৌবন সমুদ্রে জাগে উল্লাস – ঢেউ ওঠে পড়ে –
গর্ভিনী গরবিনী প্রেমময়ী ধরণী ধন্য ধন্য করে।