অন্ডালে পথ নিরাপত্তা বর্ষপূর্তি উদযাপন

Spread the love

সেফ ড্রাইভ সেভ লাইফের পঞ্চম বার্ষিকী উপলক্ষে অন্ডাল ট্র্যাফিক পুলিশ এর তরফে সচেতনতা শিবির

কাজল মিত্র : রাজ্য সরকার এর উদ্যোগে সড়ক দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচানোর লক্ষ্যে গত পাঁচ বছর পূর্বে সেফ ড্রাইভ সেভ লাইফ অভিযান শুরু করেছিল।আর এর জন সরকার বিশেষ ভাবে প্রচার শুরু করেছিল ।আর আজ এই প্রচারের 5 বছর পূর্ণ হওয়ার পরে বৃহস্পতিবার অন্ডাল থানা ইনচার্জ চিন্ময় মণ্ডলের উপস্থিতিতে অন্ডাল ট্র্যাফিক থানা থেকে অন্ডাল গ্রামপর্যন্ত একটি সচেতনতা রেলীর আয়োজন করা হয়েছিল,যেখানে ট্রাফিক পুলিশের কর্মরত সিভিক কর্মীরা এবং ট্রাফিক পুলিশ অফিসাররা অংশ এই রেলিতে অংশগ্রহণ করেছিল।এই রেলীর মধ্যদিয়ে মানুষকে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা হয়েছিল এবং সাবধানে গাড়ি চালানোর নির্দেশও দেওয়া হয়েছিল। এই উপলক্ষ্যে,রাস্তা দিয়ে পথচলতি মানুষদের থামিয়ে হেলমেট সহ মাস্ক ও স্যানিটাইজার ব্যাবহার করার পরামর্শ দেওয়া হয়েছিল। পাশাপাশি সকলকে মিষ্টি মুখ করানো হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ট্র্যাফিক এসিপি তুহিন চৌধুরী বলেন, চালকদের অবহেলার কারণেই সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। বহু মানুষ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে যা দুর্ভাগ্যের বিষয়।তিনি সকলকে নিয়ম অনুসরণ করে গাড়ির চালানো এবং যথাযথ গাড়ির কাগজপত্র সহ নিয়ম মেনেই গাড়ি চালাতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *