কৌশিক গাঙ্গুলি,
সিউড়ি বীরভূম জেলার সিউড়ি থানার অন্তর্গত আলুন্দা গ্রামের এক নাবালিকাকে ভালোবেসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে এই রকমই অভিযোগ ওঠে এক ডাম্পার চালকের বিরুদ্ধে। তারপর সেই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা তখন বিয়ের প্রস্তাব দেয়। উক্ত ডাম্পার চালককে তখন ডাম্পার চালক বিয়ে করতে অস্বীকার করে। সেই সময় মেয়েটি দু মাসের অন্তঃসত্ত্বা সিউড়ি থানায় লিখিতভাবে অভিযোগ করা হয় নাবালিকার পরিবারের পক্ষ থেকে। ওই ডাম্পার চালকের বিরুদ্ধে ইংরাজী 9/10/2020 সিউড়ি থানা পুলিশ অভিযোগ পাওয়ার পরেই ডাম্পার চালকের গ্রেপ্তার করে এবং মামলা রুজু করে আদালতে পাঠায়! ইংরেজি 23/12/2020 তারিখে বুধবার নাবালিকা পক্ষের আইনজীবী রঞ্জিত গঙ্গুলি বলেন অন্তঃসত্ত্বা নাবালিকা এবং তার গর্ভস্থ সন্তানের কথা ভেবে বিয়ের প্রস্তাব দেওয়া হয় তাদের এবং পার্সোনাল মুসলিম ল অনুযাtয়ী বিচা রক রতন কুমার দাস তাতে সম্মতি দিলে আজ তাদের বিবাহ হয় অপরদিকে আদালত ডাম্পার চালককে 2000 টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন।
ছবি – সরকারি আইনজীবী