অন্ধ আবেগ,
শ্রাবনী ঘোষ,
হারিয়ে যাওয়া আবেগ,
মৃত সম্পর্কের ফসিল ওড়ে
হাওয়ায়।
পড়ে থাকে স্মৃতি ভুক বেদনা।
ভালোবাসা না শান্তি
কি চেয়েছিল সে?
গলন্ত মোমের প্রায় নিভু ধোঁয়ায়,উড়ে বেড়ায় উই।
গভীর রাতের নৈশ ব্দ
আরো আঁধার করে চারিধার।
বাতায়ন আজ খোলা।
তবুও বন্দীত্ব ঘোচেনা,অন্ধকারের।
এসো আলোকবর্তিকা,
অন্ধকারের মুখ হোক উজ্জ্বল।