অন্য মাত্রার ছবি “পরী” মুক্তিতেই সাফল্য

Spread the love

অন্য মাত্রার ছবি “পরী” মুক্তিতেই সাফল্য

বড় পর্দায় মুক্তি পেল বাংলা ছবি পরি। পরির জন্মদিন ঘিরে কাহিনীর সূএপাত। পারিবারিক সুএে গাথা সুখের সংসারে পরী সুখের আনন্দ বয়ে নিয়ে গেলেও হঠাৎই নেমে আসে রহস্যে মোরা পরীর জীবন। অশরীরী আত্ম ভর করে বাচচা মেয়েটির উপর। সেই সাথে তান্ত্রিকের প্রবেশ অন্য মোড় নিয়ে আসে পরীর পরিবারের উপর। ছবির রহস্যে নতুন মাত্রা যোগ করে পরীর পরিবারের উপর। এরপর চলতে থাকে ছবির দৃশ্য। যা দেখে আকর্ষিত এবং মুগ্ধ হয়ে পরে দর্শক। কাহিনীকার এবং পরিচালক বেশ খুশি প্রথম দিনেই দর্শক আসন পরিপূর্ণ দেখে। পরিচালক তপন দও জানান পরিবারের সবাইমিলে দেখার মত ছবি এই “পরী”।
“পরী”র কাহিনী ও পরিচালনায়- তপন দত্ত
প্রযোজক- মৌপর্ণা দত্ত
অভিনয়ে- অহনা ,পলাশ গাঙ্গুলী,শর্মিষ্ঠা ভট্টাচার্য , দেবিকা মিত্র ,মনোজিৎ বড়াল, অর্ণব ব্যানার্জী, ও অভীন ব্যানার্জী সহ প্রমুখ।

চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বরুন মন্ডল, সম্পাদনা করেছেন নারায়ন বিশ্বাস,গান লিখেছেন রাধাকান্ত সরকার ও পীযুষ ঠাকুর। সুরকার শিবানী দাস ও ফাল্গুনী ঠাকুর ।কন্ঠদান রিঙ্কু মুখার্জী, শিবানী দাস,সীমা সরকার দেবনাথ ও কাজীবর রহমান। আবহ সঙ্গীত রাজীব মুখার্জী ছবিটা
মুক্তি পেয়েছে গারিয়ার পদ্মশ্রী প্রেক্ষগৃহ সহ বাংলার অন্যান্য সিনেমা হলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *