অবহেলিত রুগ্ন উচকরণ গ্রামীণ লাইব্রেরী পুনঃ জাগরিত হলো ররীন্দ্র জয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- নানুর ব্লকের অন্তর্গত উচকরণ গভঃ স্পনসর্ড পাবলিক রুরাল লাইব্রেরীটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত তথা রুগ্ন অবস্থায় পড়েছিল। সাহিত্য জগতের অন্যতম লড়াকু সাহিত্যিক অনিতা মুখোপাধ্যায় বর্তমানে উক্ত লাইব্রেরীতে লাইব্রেরিয়ান পদে সদ্য যোগদান করায় আবার নতুন করে সেজে উঠেছে।পাঠক সমাজে সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যকে ফিরিয়ে আনতে তিনি নিত্যনতুন পরিকল্পনা গ্রহণ করেছেন বলে জানা যায়। তাঁর আহ্বানে ইতিমধ্যেই কীর্ণাহারের বিশিষ্ট সমাজসেবী তথা সাহিত্যপ্রেমী শ্যামল সাহা এই লাইব্রেরীতে সাংস্কৃতিক চর্চার স্বার্থে হারমোনিয়াম,ডুগি তবলা দান করেন।উচকরণ গ্রামের বাসিন্দা নীরব সমাজকর্মী উজ্জ্বল মুখোপাধ্যায় তাঁর মায়ের স্মৃতির উদ্দেশ্যে তিনটি মূল্যবান ধর্ম গ্রন্থ এই লাইব্রেরীতে দান করলেন। ২৫ বৈশাখ স্থানীয় লাইব্রেরীতে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু কবি, সাহিত্যিক ও সঙ্গীত শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় গ্রাম এলাকার মহিলা ও কচিকাঁচাদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শুরুতেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিকাশ পালের উদ্বোধনী সঙ্গীত দিয়ে সভার শুভসূচনা করা হয়।স্বাগত ভাষণ দেন অনুষ্টানের অন্যতম উদ্যোক্তা তথা লাইব্রেরিয়ান অনিতা মুখোপাধ্যায়।রবীন্দ্রনাথের ভাবনায় গ্রাম্য জীবন প্রসঙ্গে বক্তব্য রাখেন লাইব্রেরীর পরিচালক মন্ডলীর সভাপতি জ্ঞানেন্দ্রনাথ দেবাংশী, বিশিষ্ট কবি বিশ্বনাথ মুখোপাধ্যায়, চিত্তরঞ্জন দাস প্রমুখ। কবিতা পাঠ করেন নবাগত কবি ও গল্পকার রেশমা খাতুন, বরিষ্ঠ সাংবাদিক সনাতন সৌ,গৃহবধূ মমতা রায়চৌধুরী,আদরী সাহা, দেবদাস চক্রবর্তী,কৃষ্ণা চোধুরী,শোভারাণী মন্ডল, নন্দকুমার বিশ্বাস ,অণিমা নাগ,সাধন নাগ,সুভ্রাংশু রায় প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বাণী মন্ডল, মালবিকা দাস, তপতী সাহা ভট্টাচার্য,সাত্ত্বিক দাস,নিলীমা দাস,শ্রেয়া কুন্ড,সুরভী দাস প্রমুখ। নৃত্য গান পরিবেশন করে শিশু শিল্পী প্রীতি ঘোষ, দেয়া ভান্ডারী,রূপম ঘোষ, ঊষা প্রামাণিক প্রমুখ। অনুষ্ঠানে মেঘনা দাসের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবলম্বনে একটি নাটক মঞ্চস্থ হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মৃত্তিকা সাহিত্য পত্রিকার সম্পাদক অরিজিৎ হাজরা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, অবসর গ্রহণের প্রাক্কালে লাইব্রেরিয়ান অনিতা মুখোপাধ্যায়কে সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নানুর চন্ডীদাস স্মৃতি গ্রন্থগার থেকে হঠাৎ উচকরণে বদলী করে দেয়। এই অমানবিক বদলীর প্রতিবাদে ইতিমধ্যে জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।