সেখ রতন
হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন সিপিএমের এমপি এবং এমএলএ নিখিলানন্দ সর। এককালীন তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি পদে ছিলেন। গতকালই ছিল তার জন্মদিন বাড়িতেই পালন হয়েছিল। জন্মদিনের অনুষ্ঠান হঠাৎই রাতের বেলায় অস্বস্তি অনুভব করেন তিনি এবং ভোরের দিকে মারা যান। জানা যায় ডায়াবেটিকের রোগি ছিলেন তিনি। এই মৃত্যু সংবাদ পাওয়ার পর জেলা পরিষদের নেতৃত্ব ও জেলা কমিটির সদস্যরা তার বাড়িতে আসেন মাল্যদান করে শ্রদ্ধা জানান। এদিন তাঁর মরদেহ ভাতার ও বলগোনা পার্টি অফিস নিয়ে যাওয়া হয়। সেখানে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানানো হয়।তার এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।