অবৈধভাবে গরু, বালি পাচার এবং ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ব্যক্তিদের আটক খয়রাসোল থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
খয়রাশোল থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল ভ্যান নিয়ে টহলরত অবস্থায় অবৈধভাবে বালি ও গরু পাচার রোধ করে। পাশাপাশি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুষ্কৃতিদের ও আটক করে। জানা যায় ভীমগড় দুবরাজপুর রাস্তার পাঁচড়ার বড়কুড়ি মোড়ে পিক আপ ভ্যান বোঝাই ৩টি গাভী ও ৩ টি বাছুর সহ গাড়ীর চালককে আটক করে।অন্যদিকে এদিন স্থানীয় থানার লাউবেড়িয়া মোড় সংলগ্ন রাস্তায় একটি বালি বোঝাই ট্রাক্টর সহ চালককে আটক করে। পাশাপাশি খয়রাশোল থানার গোপালপুর মোড়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিনজনকে আটক করে খয়রাশোল থানার পুলিশ। পরিচয়ে পুলিশ জানতে পারেন যে ধৃত তিনজনের মধ্যে ১জন খয়রাশোল থানার পানসিউড়ী গ্রামের বাপী বাগ্দী (৩৯) বাকি দুজন পশ্চিম বর্ধমান জেলার ছোটন বেদ, (২১) এবং রহিত বেদ (১৯ )। গরু ও বালি পাচারকারী সহ ডাকাতির উদ্যেশ্যে জড়ো হওয়া ধৃতদের সকলকে শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর।