অবৈধভাবে বালি উত্তোলনের সময় জেসিবি মেশিন সহ চালক আটক ময়ূরেশ্বর এলাকায় ময়ূরাক্ষী নদী ঘাটে

Spread the love

অবৈধভাবে বালি উত্তোলনের সময় জেসিবি মেশিন সহ চালক আটক ময়ূরেশ্বর এলাকায় ময়ূরাক্ষী নদী ঘাটে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
অবৈধভাবে বালি পাচার রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। তাইতো শুধু দিনের বেলা বা নির্দিষ্ট এলাকায় নয় সমগ্র জেলা জুড়ে রাতের অন্ধকারে ও চলছে অভিযান। সেরূপ মঙ্গলবার সন্ধ্যা ৬.৪০ মিনিটে ময়ূরাক্ষী নদীর তলদেশের কাঠমিল বালিঘাটে একটি বিশেষ অভিযান চালানো হয় ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে। পরিদর্শনকালে গঙ্গেশ্বর মণ্ডলের মালিকানাধীন সীমানা নির্ধারণ করা বালি ব্লকের বাইরের দিকে একটি জেসিবি মেশিন চালু অবস্থায় ছিল। সেক্ষেত্রে চালক সহ জেসিবি মেশিন আটক করা হয়। এছাড়াও, প্রথম বালি ঘাট থেকে ২ কিলোমিটার দূরে গঙ্গেশ্বর মণ্ডলের মালিকানাধীন নদীর তলদেশে একটি যান্ত্রিক নৌকা চালু অবস্থায় পাওয়া যায়। যাহা যান্ত্রিক ভাবে বালি উত্তোলন আইন বিরুদ্ধ কাজ। কিন্তু সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈজ্ঞানিক ভাবে অধিক মুনাফার লোভে বালি উত্তোলন বেড়ে চলেছে। উক্ত ঘটনাটা সরজমিনে তদন্তের পর স্থানীয় বিএলএলআরও- দপ্তরের একজন কর্মীকে অবহিত করেন । পরমুহূর্তেই ব্লক ভূমিও রাজস্ব দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তদন্তের পর ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তী বলেন এটি অত্যন্ত বেআইনি কার্যকলাপ। এডিএলএলআরও-এর মতে, কোনও বৈধ বালিঘাট মালিক যে কোনও সময় বালি উত্তোলনের জন্য যান্ত্রিক নৌকা ব্যবহার করতে পারবেন না। অতএব, অবৈধভাবে বালি উত্তোলনের জন্য অপারেটর এবং মালিক উভয়ই দায়ী। পাশাপাশি ঘটনার বিষয়টি ময়ূরেশ্বর থানার ওসি কে ও অবহিত করেন। তিনিও তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এগুলি হস্তান্তর করেন ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তী বলে পুলিশ সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *