অবৈধভাবে মজুদকৃত কয়লা ইটভাটা থেকে বাজেয়াপ্ত, দুবরাজপুরে

Spread the love

অবৈধভাবে মজুদকৃত কয়লা ইটভাটা থেকে বাজেয়াপ্ত, দুবরাজপুরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তদন্ত অব্যাহত। এতদসত্ত্বেও কয়লা পাচার রোধ বন্ধ হচ্ছে না। বিগত একমাসে শুধু বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় শতাধিক টন অবৈধকয়লা উদ্ধার করা হয়েছে। কয়লা পাচার রোধে জেলা পুলিশের তৎপরতা তুঙ্গে। লাগাতার অভিযানে একপ্রকার প্রতিদিন প্রচুর পরিমাণে কয়লা বাজেয়াপ্ত করে ও কয়লা পাচারকারীদের আটকানো যাচ্ছে না। কিন্তু বীরভূম জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশি অভিযান চালিয়ে কখনও লরি ভর্ত্তি কয়লা আটক করা হচ্ছে, আবার কখনও ছোট গাড়ি বা মোটর সাইকেল ভর্ত্তি কয়লা আটক করা হচ্ছে। অনুরূপ মঙ্গলবার অবৈধভাবে মজুদকৃত কয়লা বাজেয়াপ্ত করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দুবরাজপুর থানার বালিজুড়ি পঞ্চায়েতের বনবুন্দরা গ্রামের একটি ইটভাটা থেকে প্রায় ২০ টন কয়লা বাজেয়াপ্ত করল পুলিশ। পুলিশ আসার আগেই ভাটা মালিক গা ঢাকা দেয়। এর পরিমাণ অবৈধ কয়লাগুলো কোথা থেকে এনে মজুদকৃত করা হয়েছে তা তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *