অব্যক্ত বাসনা

Spread the love

অব্যক্ত বাসনা


দিলীপ কুমার বিশ্বাস

চাই’না আমি এমন মামার কথা শুনতে আর,
কাছে এসে আদর করার ক্ষমতা নেই যার।
সবাই বলে জগতে নাকি আছে অনেক মামা,
ভালবেসে জড়িয়ে ধরে আদরে দেয় হামা।
রাতের বেলা গল্পের ছলে শুনি মামার কথা,
চোখের কোণে জল গড়িয়ে বাড়ে বুকের ব্যথা।
জন্ম থেকে এখনো অব্দি দেখিনি মামার মুখ,
ভাবতে গিয়ে সেসব কথা বাড়ে মনের দুখ।
মায়ের কাছে শুনলে পরে বলে’না কোন কিছু,
উদাস হয়ে তাকিয়ে থেকে মাথাটা করে নিঁচু।
মামার কথা উঠলে মায়ের দু’চোখে আসে জল,
আঁচলে মুখ মুছতে থাকে হারিয়ে দেহে বল।
কয়’না মুখে একটি কথা থাকে চুপটি করে,
নীরব হয়ে বসে কাটায় জড়িয়ে বুকে ধরে।
বলতে গিয়ে থমকে যাই চেয়ে মায়ের দিকে,
নোনা জলের শ্রাবণ বয়ে দেখি সবই ফিকে।
সংসারে আমি অসুস্থ বলে নেয় না কেউ খোঁজ,
মুখ ঘুরিয়ে অদূরে থেকে ভাবে মাথার বোঝ।
তবুও মনে আশা জাগিয়ে থাকি মামার আশে,
মনের ভুলে পথ মাড়িয়ে যদি কখনো আসে।
সকল সাধ মিটিয়ে নেব মামাকে কাছে পেয়ে,

আনন্দে মন উঠবে নেচে আদরে হামি খেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *