অভয়ার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের অভয়া ক্লিনিক

Spread the love

অভয়ার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের অভয়া ক্লিনিক

সেখ সামসুদ্দিন, ৭ সেপ্টেম্বরঃ ডাক্তার অভয়ার খুন ও ধর্ষণের বিচার বিলম্বিত হওয়ার প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের অধীনস্থ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তারদের উদ্যোগে অভয়ার বিচারের দাবির পাশাপাশি অভয়া ক্লিনিক পরিষেবা চালু করা হয়। জুনিয়র ডাক্তারদের ছয়-সাত জনের টিম করে জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। ৫ সেপ্টেম্বর বর্ধমান টাউন হলে প্রথম অভয়া ক্লিনিক চালু করা হয়। আজ দ্বিতীয় দিনে জামালপুর ব্লকের পাঁচড়া গ্রামের পরিত্যক্ত স্বাস্থ্যকেন্দ্রে অভয়া ক্লিনিক পরিষেবা দেওয়া হয়। বিদ্যুৎহীন পরিত্যক্ত হাসপাতালে ব্যাটারি চালিত আলো ও মোবাইলের আলো জ্বেলে চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করে বিনা মূল্যে ঔষধও দেন। গ্রামের মানুষ বহুদিন পর এই হাসপাতাল প্রাঙ্গণে চিকিৎসার সুযোগ পেয়ে লাইন দিয়ে পরিষেবা গ্রহণ করেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তার মৃণাল কান্তি ঘোষ বলেন, “ভগ্নপ্রায় হাসপাতালের অবস্থা দেখে খুব কষ্ট হলো এলাকার মানুষ বহুদিন ধরে চিকিৎসা থেকে বঞ্চিত।” বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তনী ডাঃ অরিন্দম বিশ্বাস বলেন, “অভয়ার বিচারের দাবিতে চিকিৎসক সহ সারা পৃথিবীর মানুষ যখন আন্দোলনে নেমেছে, আন্দোলনে বাকরুদ্ধ করার জন্য পুলিশ প্রশাসন সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে যে জুনিয়র ডাক্তারদের কর্মমূর্তির ফলে সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। সেই জন্যই প্রত্যন্ত গ্রামে এসে অভয়া ক্লিনিক খোলা হল। বাস্তবে চিকিৎসকদের আন্দোলন জনআন্দোলনের রূপ নিয়েছে। দাবি একটাই অভয়ার বিচার চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *