অভয়ার বিচার সহ বিভিন্ন দাবির সমর্থনে এবং কোলকাতা মহা মিছিলে যোগদানের আহ্বান জানিয়ে মুরারই বাজারে মিছিল ও পথসভা
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম
২১ শে জানুয়ারি মহান লেনিন স্মরণ দিবসে কোলকাতার হেদুয়া পার্কে মহা মিছিলের ডাক দেওয়া হয় এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে। সেই মিছিলে অংশগ্রহণ এবং দাবিগুলোর সমর্থনে জোরালো আওয়াজ তুলতে এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির মুরারই লোকাল কমিটির উদ্যোগে মঙ্গলবার স্থানীয় মুরারই বাজার এলাকাজুড়ে একটি মিছিল সংগঠিত হয়। দাবি সমূহের মধ্যে ছিল অভয়ার ন্যায় বিচার। নারী নির্যাতন ও নারী ধর্ষণ বন্ধ ।স্মার্ট মিটার বাতিল।দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ।সারের কালোবাজারি বন্ধ। শিক্ষার বেসরকারিকরণ বন্ধ। চাষীর ফসলের ন্যায্য দাম। এসএসসি সহ সমস্ত চাকরির পরীক্ষা চালু ও সকল বেকারের কাজের ব্যাবস্থা। উক্ত দাবি সমূহের প্রেক্ষিতে এস ইউ সি আই (কমিউনিস্ট ) দলের পক্ষ থেকে একুশে জানুয়ারি কলকাতায় মহা মিছিলে ডাক দেওয়া হয়েছে।সেই কর্মসূচিকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যেই মুরারই বাজারে মিছিল পরিক্রমা ও পথসভা করা হয় বলে দলের পক্ষ থেকে জানা যায়। উপরিউক্ত দাবি সমূহের প্রেক্ষিতে পথসভায় বক্তব্য রাখেন এস ইউ সি আই কমিউনিস্ট প্রভাবিত যুব সংগঠন এআইডিওয়াইও র বীরভূম জেলা সম্পাদক সেমিম আক্তার। এদিন মিছিলে নেতৃত্ব দেন এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির মুরারই লোকাল কমিটির সদস্য বাঞ্ছারাম মাল।