অভাব

Spread the love

অভাব

সোমা নায়ক (কলকাতা)

কেউ বলেনি, রোদের আলো- তুই ছাড়া সব শুন্য
শোনায়নি কেউ, তোকে ছাড়া জীবন অসম্পূর্ণ।

কেউ বলেনি, রোদ্দুর শোন্ – এবার যখন যাব
তোর হাতেরই মাটন কষা, চিকেন মোমো খাব।

কেউ ধরেনি শক্ত হাতে , বলেনি, মন শোন্
ভাল্লাগে না তোকে ছাড়া, বেবাক সারাক্ষণ

বলেনি কেউ, পাগলি, তোকে বল্ কী করে ভুলি!
আকাশ আমি, আগলে রাখি রোদেলা রং, তুলি

শোন পেঁচি তুই শুধুই আমার। আমার হয়েই থাকিস।
হৃদয়ে তোর আমার জন্য একটু জায়গা রাখিস।

তুই কাঁদলে, আমার মনও হঠাৎ দিশেহারা
জানিস, জীবন অর্থহীন হয় কেবল তোকে ছাড়া।

কেমন আছিস? দিনরাত্তির কাটছে কেমন? ভালো?
রোদ্দুর শোন্, তোকে ছাড়া আকাশ ঘন কালো।

কোথায় যাবি আমায় ছেড়ে ? যাওয়া কি এতো সোজা?
ভীষণ তাড়া? কিসের শুনি? ভাবিস আমায় বোঝা?

একবার যা, বাড়া তো পা, বুঝবি তখন ঠ্যালা
আগল দিয়ে আগলে রাখব, প্রেম কি হেলাফেলা?

থাকবি না আর আমার সাথে ? করবো না তোর খোঁজ!
বললে হলো! সময় তবে কাটবে কেমন রোজ?

কার সাথে বল, ঝগড়াঝাঁটি? রোজের খুনসুটি
সব অভিমান মেটাবো তাই আজ সারাদিন ছুটি।

বল্ কী চাস আহ্লাদী মেয়ে? আমার কাছে আয়
এমন ভাবে কে আর ডাকে! সময় বয়ে যায়।

তাই তো আমার মান হয়েছে। তাই তো আমি একা
আজও তোমার অপেক্ষাতে, কখন পাব দেখা।

তখন তুমি সোহাগ করে জড়িয়ে ধরো বুকে
দিলাম কথা ভুগব না আর- অভাবে, অসুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *