অভাবি পরিবারের সহায়তায় দুই সমাজসেবী
সেখ সামসুদ্দিন, ২৯ অক্টোবরঃ পূর্ব বর্ধমানের মেমারি দুই ব্লকের বিজুর গ্রাম নিবাসী সৌমেন নন্দী পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়িতে পড়ে আছেন। ঘটনা প্রসঙ্গে জানা যায় গত ১৫ অক্টোবর গ্রাম থেকে বেরিয়ে মেমারি আসার পথে সকাল ছ’টা নাগাদ গ্রামের মুখাগ্নি পাড়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে পায়ের মালাইচাকি, কলারবোন, হাতের আঙ্গুল ভেঙে যায়। সেই মতো অবস্থায় বিজুর গ্রামের সমাজসেবী ও বিশিষ্ট ব্যবসায়ী বাসুদেব ঘোষ ও ভাতারের শেখ মজনুর সহযোগিতায় বর্ধমান হাসপাতালে চিকিৎসা করিয়ে প্রাণে বেঁচে বাড়ি ফেরেন। আজ তার বাড়িতে সমাজসেবী শেখ মজনু ও বাসুদেব ঘোষ দেখতে যান কেমন আছেন তিনি। এই বাসুদেববাবুর সহযোগিতাতেই তাদের অভাবের সংসারে খাওয়া দাওয়া ও চিকিৎসা করতে যাওয়ার ব্যবস্থা হয়। বর্ধমান হাসপাতালে চিকিৎসা চলাকালীন সহযোগিতার হাত বাড়িয়ে দেন সমাজসেবী শেখ মজনু । আহত সৌমেন নন্দীর স্ত্রী জানান সৌমেনবাবু হাওড়া জেলায় একটি বেসরকারি কারখানায় কাজ করেন। সেখান থেকে কোন সহযোগিতা পাননি। কাজে না যোগ দিলে সেখান থেকে কোন অর্থ পাবেন না, অভাবের সংসারে খুব কষ্টে দিন কাটাচ্ছেন।