অভিনব আঙ্গিকে পালিত হলো মাতৃভাষা দিবস

Spread the love

অভিনব আঙ্গিকে পালিত হলো মাতৃভাষা দিবস

সঙ্গীতা কর, কলকাতা -:

  একাধিক কবি-সাহিত্যিক ও বিশিষ্ট গুণিজনের উপস্থিতিতে এক অনাড়ম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কলকাতার বিশিষ্ট সাহিত্য সংগঠন 'স্বজন' এর উদ্যোগে গত ২১ শে ফেব্রুয়ারি অভিনব আঙ্গিকে পালিত হলো 'মাতৃভাষা দিবস'। শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে আয়োজিত 'মাতৃভাষা দিবস' হয়ে ওঠে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির অকাল রাখী বন্ধন দিবস।

 অনুষ্ঠানে মাতৃভাষা দিবস সম্পর্কে বিস্তারিত  আলোচনা করেন ড. সমরেন্দ্র নাথ ঘোষ, ড. সমীর শীল, ড. কল্লোল বন্দ্যোপাধ্যায়, ডা: অনির্বাণ কুন্ডু, সঙ্গীতা বসু রায় ও তরুণ কান্তি মন্ডল। তাদের মননশীল বক্তব্য অনুষ্ঠানটিকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। আনান বিশ্বাস, কৌশানী রায়, আত্মজা ভট্টাচার্য প্রমুখ শিশুদের পরিবেশিত আবৃত্তি উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বিশিষ্ট নৃত্য শিল্পী কনিনীকা রায়চৌধুরী।

  ' অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষক কানন হাঁসদা। 'স্বজন'-এর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে  তার হাতে 'রৌপ্য রাখী' বন্ধন করে সম্মাননা প্রদান করেন সংস্থার চেয়ারম্যান রঞ্জনা গুহ। সংস্থার পক্ষ থেকে উপস্থিত অতিথিদের বরণ করেন সভাপতি শিবশঙ্কর বক্সি। সংস্থার মুখ্য উপদেষ্টা ডাঃ সিরাজুল ইসলাম ঢালিকে রৌপ্য সম্মানে সম্মানিত করেন তমা কর্মকার ও টুম্পা রায়চৌধুরী। বাঙ্গালীয়ানা ডা: পার্থ সারথি মুখোপাধ্যায়কে 'রৌপ্য সরস্বতী' দিয়ে সম্মানিত করেন ডা: সিরাজুল ইসলাম ঢালি। কবি দিপালী মোদককে 'রৌপ্য' সম্মানে সম্মানিত করেন চন্দ্রনাথ বসু। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরুণ চক্রবর্তী। উপস্থিত কবি-সাহিত্যিকদের বরণ করেন সুস্মিতা চট্টোপাধ্যায় ও প্রণতি ভট্টাচার্য।

 অনুষ্ঠানে বিশিষ্ট কবি তরুণ কান্তি মন্ডলের জন্মদিন পালন করা হয়। 

   সংস্থার সম্পাদক চন্দ্রনাথ বসু সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালু করার দাবি তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *