অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ নেতৃবৃন্দকে হেনস্থা করার প্রতিবাদে বিক্ষোভ সভা ও প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ
সেখ সামসুদ্দিন, ৪ অক্টোবরঃ গতকাল দিল্লির কৃষি ভবনে যেভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দকে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদে আজ বুধবার বৈকাল তিনটায় মেমারি বামুনপাড়া মোড়ে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়। নিম্নচাপের বৃষ্টির মধ্যেই ভিজে শহরের একাংশে মিছিল করার পর বামুনপাড়া মোড়ের চারমাথা জুড়ে অবরোধ করে বিক্ষোভ সভার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়। ফলে মেমারি পাহাড়হাটি রোড, মেমারি কাটোয়া রোড, মেমারি বর্ধমান-কলকাতা, স্টেশন রোড অবরুদ্ধ হয়ে পড়ে। উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি স্বপন ঘোষাল, জেলা ছাত্রনেতা মুকেশ শর্মা, সকল ওয়ার্ড সভাপতি, বুথ সভাপতি, এবং শাখা সংগঠনের সভাপতিসহ সকল কর্মীবৃন্দ। সভার শেষে পুলিশ দ্রুততার সঙ্গে রাস্তার যানজট মুক্ত করে।