সেখ সামসুদ্দিন,
দুধে ভাতে ভালোই আছে মানুষ পল্লীমঙ্গলের সহায়তায় বলে দাবি এলাকার মানুষের। দেখতে দেখতে ১৭দিন পার করেছে কমিউনিটি কিচেন, খাবার পেয়েছেন মোট ৪৬৬৮জন, ১টাকায় ১পোয়া দুধ নিয়েছেন ২৪৭১জন। এই দিনগুলির মধ্যে ভাতের সাথে তরকারী ছাড়াও মাংস হয়েছে ৪ দিন, মাছ ২ দিন ও ডিম ৭ দিন, নিরামিষ হয়েছে ১দিন, লুচি তরকারী ডাল মিষ্টি হয়েছে ১দিন, ৩দিন প্রাকৃতিক দূর্যোগের কারণে বন্ধ ছিল ক্যান্টিন, ঝড় পরবর্তী দিন দু’বেলা খাবারের ব্যবস্থা হয়। বহু মানুষ পল্লীমঙ্গলের এই উদ্যোগে সামিল হয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। পল্লীমঙ্গল সমিতির সদস্যরাও তাদের ধন্যবাদ জানান আন্তরিক ভাবে। উল্লেখ্য সম্পাদক সন্দীপন সরকার বলেন সানরাইজ ক্যাটারার যেভাবে বিনালাভে নিত্যদিন রান্না করার ব্যবস্থা করে দিয়ে তাদের এই ক্যান্টিনে খাবারের যোগান দিয়েছে ধন্যবাদ তাদেরও প্রাপ্য। এই ক্যান্টিন আপাতত আগামী ১৫ তারিখ অবধি বর্ধিত করা হয়। ক্যান্টিনে ভাতের সাথে রয়েছে ১টাকায় ১পোয়া দুধ পাওয়ার সুবিধা, যা বাচ্চা ও বৃদ্ধদের পুষ্টির ঘাটতি মেটাবে। এই কমিউনিটি কিচেনে নিয়ম রয়েছে খাবার আগে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন উপস্থিত সকলে একযোগে।১০টাকায় রাতের খাবার ; পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির একটি উদ্যোগ মরুক খিদে বাঁচুক প্রাণ।