অমর কথাশিল্পী শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী পালন,রুপুষপুর গ্রামে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বীরভূম জেলার খয়রাসোল ব্লকের রুপুষপুর গ্রামের ভূমিপুত্র অমর কথাশিল্পী শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিন পালন করা হয় বুধবার স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে।
এদিন সকালে রুপুষপুর চুয়াগড় উত্তরন সমিতির প্রাঙ্গণ থেকে স্থানীয় এলাকার প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। রুপুষপুর গ্রামের বোলতলা নাট্য মন্দির প্রাঙ্গনে কথাশিল্পী শৈলজানন্দ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিবৃন্দ। অমর কথাশিল্পী শৈলজানন্দ মুখোপাধ্যায়ের জীবনবৃত্তান্ত তুলে ধরা হয় বক্তব্য, গান, কবিতার মাধ্যমে।
অমর কথাশিল্পী শৈলজানন্দ মুখোপাধ্যায় বাংলা ১৩০৭ সালের ৭ই চৈত্র জন্মগ্রহণ করেন এবং ১৪ই পৌষ ১৪৮৩ সালে মারা যান। উল্লেখ্য রুপুষপুর গ্রামের পাশাপাশি পার্শ্ববর্তী নাকড়াকোন্দা গ্রামে অপর সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। খয়রাসোল ব্লক এলাকার মধ্যে দুই সাহিত্যিকের জন্মভূমি। সেই হিসেবে উনাদের নামানুসারে খয়রাসোলে অবস্থিত কলেজের নামকরণ করা হয় শৈলজানন্দ -ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়। একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন উদ্যোক্তাদের তরফে পার্থ ব্যানার্জি।