অযাচিত বেকারত্ব
উপমা কুন্ডু (বহরমপুর, মুর্শিদাবাদ)
আসছে পুজো, ঘুরছে বছর,
সেজেছে শহর, দুলছে সমর,
বেকার জীবন দাঁড়িয়ে অটল,
প্রানবন্ত কিশোর, হয়েছে পাথর।
বন্দী তাজা রক্ত, প্রতিভা হয়না শনাক্ত,
তাই পড়াশোনা অনর্থ, জীবিকা প্রবেশে ব্যর্থ।
তবুও,
লড়তে, ভাঙতে, শিখতে, গড়তে,
এক চেয়ারে সকাল থেকে সন্ধ্যে গড়িয়ে,
পিডিএফ গুলো গিলতে গিলতে,
টেস্ট সিরিজ আর পার্সেন্টাইল-এর ইদুর দৌঁড়ে,
বাঁকা চোখ আর কটূক্তি-এর ইনহেলারে,
আমি তুমি ও সে – আমরা দাঁড়িয়ে।
পরীক্ষার পর পরীক্ষা দিতে দিতে, senior এর তকমা টা কেই বা চায়!
এতে তো শুধুই তাচ্ছিল্য থাকে লেগে!
তবু আমরা মাঠ ছাড়িনা ,না পারা তে হার মেনে অভ্যস্ত হয়ে পড়িনা,
হেরে যেতে যেতেও একটা নতুন ভোরের আলো গায়ে লাগবেই, পাখির কূজন সব গুঞ্জন কে গ্রাস করবেই।
এ লড়াই অস্থিত্ব টিকিয়ে রাখার, বেঁচে থাকার, দায়িত্ব পালনের লড়াই।
এ লড়াই Noone থেকে someone আর someone থেকে The one হবার লড়াই।