অর্কিড দ্যা ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি শিক্ষা প্রযুক্তির প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা।
অর্কিড দ্য ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটির চারটি নিয়ম সম্পর্কে শিক্ষাদান নিরাপত্তা,সুরক্ষা,সুস্থতা এবং গোপনীয়তা।১২ই এপ্রিল ২০২৪ সালে অর্কিড দ্য ইন্টারন্যাশনাল স্কুল এর শিক্ষার্থীদের সাইবার আইনি প্রশিক্ষণ এবং পরামর্শ প্রতিষ্ঠানে বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত একটা কর্মশালা অনুষ্ঠিত হয়।সাইবার নিরাপত্তা ও কিভাবে অনলাইনে হুমকি মোকাবিলা ডেটা সুরক্ষা ঘটনা ব্যবস্থাপনা ও সম্মতি বিধিগুলো উপরে একটা ক্রাশ কোর্স করানো হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই স্কুলেরই প্রিন্সিপ্যাল মিসেস বিদ্যুন মালা সালুঙ্কে উপস্থিত ছিলেন।ওয়েবেল থেকে দক্ষতা এনে এই ইভেন্টের লক্ষ্য ছিল শিক্ষাবিতদের নতুন শিক্ষাদান পদ্ধতিগুলো অনশন করতে অনুপ্রাণিত করা এই অনুষ্ঠানে প্রিন্সিপাল মিসেস বিদ্যুনমালা সালুঙ্কের গুরুত্বপূর্ণ বক্তব্যটি হলো ডিজিটাল যুগে আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের উৎকর্ষ সাধনের জন্য প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করা এবং শিক্ষা ও প্রযুক্তির নিরন্তন পরিবর্তনশীল লান্ডস্কেপকে আলিঙ্গন করা।
*কলকাতা নিউটাউন থেকে শুভ ঘোষে রিপোর্ট ।