অসহায়দের পাশে তালডাংরার সমাজসেবী

Spread the love

অসহায়দের পাশে তালডাংরার সমাজসেবী

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, তালডাংরা, বাঁকুড়া -:

     কালীপুজোর অমাবস্যার রাতে সমগ্র রাজ্য যখন আলোর বন্যায় ভেসে যায়, মানুষ আনন্দে মেতে ওঠে তখন ওদের মনে বিরাজ করে একরাশ অন্ধকার। করবেই বা না কেন, বাড়িতে আলো জ্বালা বা নতুন পোশাক কেনার মত আর্থিক সামর্থ্য ওদের নাই। কিন্তু ওরা জানতনা ওদের মনে আনন্দের আলো জ্বালানোর জন্য ওদের পাশে এসে দাঁড়াবেন এলাকার বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত রায়। প্রতি বছরের মত এবছরও কালী পুজোর দিন তালডাংরার করঞ্জ বেদিয়া গ্রামের প্রায় তিন শতাধিক অসহায় মানুষের হাতে উপহার হিসাবে তুলে দিলেন নতুন পোশাক। মুহূর্তের মধ্যে রঙিন হয়ে ওঠে ওদের জীবন। খুশিতে ভরে ওঠে দিপালী, কুন্তল, শকুন্তলা, সঞ্জীবদের মন। নতুন পোশাক পেয়ে ওরা খুব খুশি। প্রত্যেকেই ঈশ্বরের কাছে জয়ন্ত রায়ের মঙ্গল ও দীর্ঘজীবন কামনা করেন।

    তখন সেখানে উপস্থিত ছিলেন তালডাংরার  বিধায়ক ফাল্গুনী সিংহ মহাপাত্র, এলাকার বিশিষ্ট  সমাজসেবী সুজিত রায় ও হেনা খাতুন সহ অনেকেই।

    বিধায়ক জয়ন্ত রায়ের এই কাজের ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে হেনা দেবী বলেন, উনি সারা বছর ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন।

    সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জয়ন্ত বলেন, কালী পুজোর সময় বেশি হলেও নিজের সীমিত সামর্থ্যকে পাথেয় করে সারাবছর মানুষের পাশে থাকার চেষ্টা করি। কখনো কখনো অন্যরাও  সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *