নাইট ডিউটি করার সময় প্রচন্ড শীতে একটি বিরল প্রজাতির পেঁচাকে উদ্ধার করে মঙ্গলকোট থানার পুলিশ বনদপ্তরের হাতে তুলে দিল।
রাত্রে নাইট ডিউটি করার সময় ASI উত্তম কুমার পাল ও তার সহকরমি কর্মীরা দেখতে পান একটি বিরল প্রজাতির পেঁচা প্রচন্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছে।
তড়িঘড়ি পেঁচা টিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে বনদপ্তরকে খবর দেওয়া হয় ।
সেই পেঁচা টিকে উদ্ধার করে নিয়ে গেল কাটায়া বন দপ্তরের আধিকারিকরা।
পুলিশের ভূমিকায় খুশি এলাকার সাধারণ মানুষ।
মঙ্গলকোট থানার IC মধুসূদন ঘোষ জানান যে, আমাকে আমার অফিসার ফোন করে জানান যে একটি প্যাঁচা অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে।
আমি বনদপ্তরকে খবর দিলে বনদপ্তর এর আধিকারিকরা সেই পেঁচা টিকে আজ উদ্ধার করে নিয়ে গেল।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।