অসুস্থ ব্যাক্তির পাশে আর্থিক সাহায্য নিয়ে,কাজল সেখ এর শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বেসরকারি সংস্থায় কর্মরত এক যুবক হটাৎ অসুস্থতার কারণে শারীরিকভাবে অক্ষম হয়ে ওঠে। এমনকি পরিবারটিও আর্থিক ভাবে সর্ব শান্ত হয়ে পড়ে।এরপর বিনা চিকিৎসায় মরণাপন্ন অবস্থা।সেই সময়েই পরিবারের পাশে গিয়ে দাড়াতে দেখা যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখকে।তবে সভাধিপতি হিসেবে নয় এদিন তিনি তার পরিবারের শহীদদের স্মৃতির স্মরণে গঠিত শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে।
বিবরণে জানা যায় যে, ইলামবাজার ব্লকের,নানাসুল পঞ্চায়েতের অন্তর্গত কয়রা পছেরা গ্রামের সেখ দাবির হোসেন নামক এক যুবক কঠিন ব্যাধিতে আক্রান্ত এবং তার চিকিৎসার জন্য পরিবার সর্বশান্ত হয়ে পড়ে l পরিবার সূত্রে খবর যে, এই যুবক উচ্চ শিক্ষিত এবং অসুস্থতার আগে পর্যন্ত বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন কিন্তু বর্তমানে সে একবারে শয্যাশায়ী। চিকিৎসকগণ জানিয়েছেন যে, তার একটা সার্জারি করলে সে পুরোপুরি সুস্থ হয়ে পড়বে,এজন্য অনেক অর্থের প্রয়োজন।শুরু হয় বিভিন্ন জায়গায় অর্থের জন্য আবেদন নিবেদন l এই কথা বীরভূমের জেলা সভাধিপতি কাজল সেখের কানে পৌঁছায় এবং নিকটব্তী একটা গ্রামে অন্য একটা সামাজিক কাজের অনুষ্ঠানে যোগদানের সুবাদে এদিন অসুস্থ দাবির হোসেন ও তার পরিবারের সাথে দেখা করেন এবং সমস্ত রকম অভয় দেন। সেই সাথে চিকিৎসা বাবদ তথা অপারেশন করানোর জন্য প্রয়োজনীয় নগদ এক লক্ষ ত্রিশ হাজার টাকা তুলে দেন।এক সাক্ষাৎকারে কাজল সেখ বলেন ,এই টাকা আমার শহীদ দাদার স্মৃতিতে গঠিত “শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি”- পক্ষ হইতে দেওয়া হলো এবং আগামী দিনে প্রয়োজনে আমি এই পরিবারের পাশে থাকবো। উল্লেখ্য অসুস্থ যুবকের বাবা একদা সি পি আই এম পার্টির প্রভাশালী নেতা ছিলেন। তথাপি দল মত নির্বিশেষে একজন অসহায় ব্যাক্তিকে এরূপ সাহায্যের কথা শুনে এলাকাবাসী কাজল শেখ কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন l