মোল্লা জসিমউদ্দিন,
বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ বহন করতে পারছিলনা এক নিম্ন মধ্যবিত্ত পরিবার।তাই হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিসে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য আইনী লড়াইয়ে পাশে পাওয়ার আবেদন জানানো হয়েছিল।চলতি মাসে এইরকম মানবিক আবেদনে সাড়া দেয় কর্তৃপক্ষ। হাওড়া জেলা আদালতে এসিজেম এজলাসে এই আইনী লড়াইয়ে বিনামূল্যে আইনজীবী প্রদান করে থাকে হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্র ( ডিএলএসএ)। তাতে আদালতের নির্দেশে অশোক ঘোষ নামে ওই মানসিক রোগীর চিকিৎসার জন্য কলকাতার পামলভ হাসপাতালে ভর্তি করানোর নির্দেশিকা জারি করা হয়। বর্তমানে সে অপেক্ষাকৃত সুস্থ।কৃতজ্ঞতা জানাতে আজ অর্থাৎ শুক্রবার জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিসে সস্ত্রীক এসেছিলেন এই রোগী।হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের তরফে প্রসেনজিৎ ভট্টাচার্য জানিয়েছেন ” আমরা অসহায় /দুস্থ মানুষদের আইনী পরিষেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত”।