অস্ত্র আইনে জামিন অযোগ্য ধারায় মামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল

Spread the love

অস্ত্র আইনে জামিন অযোগ্য ধারায় মামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- শনিবার রামপুরহাট শহর বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও অবস্থান বিক্ষোভে বসে পড়ে রামপুরহাট থানার ভিতর। ঘটনার সূত্রপাত গত ১৭ ই এপ্রিল রামপুরহাট শহর এলাকায় রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে বেশ কয়েক জন অংশগ্রহণ করে বলে পুলিশের অভিযোগ। হাইকোর্টের নির্দেশে মোতাবেক যাহা বেআইনি।সেই পরিপ্রেক্ষিতে রামপুরহাট থানার পুলিশ স্বতপ্রনোদিত ভাবে ১৩ জন বিজেপি কর্মীদের নামে একটি অভিযোগ দায়ের করেছিলেন।যা অস্ত্র আইনে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
সেই ঘটনার প্রতিবাদেই আজ বিজেপির কর্মী সমর্থকরা রামপুরহাট দলীয় কার্যালয় থেকে মিছিল করে এসে থানার ভিতর ঢুকে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সাথে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। কিছুক্ষণ পর বিজেপির পক্ষ থেকে পাঁচজনের এক প্রতিনিধি দল রামপুরহাট থানায় উচ্চাধিকারের সাথে কথা বলেন।বিজেপি নেতৃত্বের বক্তব্য পুলিশ পক্ষপাত মূলক আচরণ করেছেন। এখানে হাইকোর্টের অর্ডার দেখানো হয়েছে অথচ হাইকোর্টের এমন অর্ডার অনেক আছে যা মানা হয়না। অন্যান্যদের ক্ষেত্রে তো এরূপ মিছিল দেখা যায়, তাহলে সেটা আগে বন্ধ করা উচিত। না হলে পুলিশ এরূপ পক্ষপাত মূলক আচরণ করলে এবছর পাঁচজনের হাতে ছিল আগামীতে পাঁচ হাজার লোকের হাতে থাকবে বলে হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *