আইকনি-কে আইকন

Spread the love

আইকনি-কে আইকন

মৃত্যুঞ্জয় রায়

মুম্বাইয়ের বিখ্যাত সংগীত পরিচালক ও গায়ক রাণা মজুমদার কলকাতার প্রখ্যাত ‘আইকনিক’ প্ল্যানার হলে।

লর্ড কৃষ্ণা স্টুডিও-র কর্ণধার শিবু সোম এই অনুষ্ঠানের আয়োজন করেন এবং রাণা মজুমদারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা প্রকাশ করেন।
আলোকসজ্জা ও মনোমুগ্ধকর পরিবেশে সজ্জিত আইকনিক প্ল্যানার হল এদিন যেন সংগীতের আলোয় ভরে ওঠে। রাণা মজুমদার সাংবাদিকদের সঙ্গে এক খোলামেলা আড্ডায় নিজের সংগীতজীবনের অজানা অধ্যায়, বলিউডে তাঁর পথচলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অকপটে কথা বলেন।
তিনি জানান, “স্থায়ী চাকরি ছেড়ে শুধুমাত্র সংগীতের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু হয় আমার পথচলা।” উত্তরবঙ্গের সন্তান রাণা মজুমদারের বলিউড যাত্রা শুরু হয় ‘জোশ’ চলচ্চিত্রের মাধ্যমে, যেখানে তাঁর কণ্ঠে গাওয়া গান শ্রোতাদের মুগ্ধ করে।
বর্তমানে তিনি মুম্বাইয়ে স্থায়ীভাবে কাজ করছেন এবং নতুন প্রতিভাদের সঙ্গে নিয়মিতভাবে সংগীতচর্চায় যুক্ত রয়েছেন। পাশাপাশি বাংলা সংগীতের উন্নয়নেও তাঁর বিশেষ ভূমিকা রয়েছে।
লর্ড কৃষ্ণা স্টুডিওর কর্ণধার শিব সোম বলেন, “আমরা সবসময় ভালো সংগীত এবং প্রতিভাবান শিল্পীদের পাশে থাকতে চাই। আজকের আয়োজন সেই ধারারই প্রতিফলন।
একসময় যেমন হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে সংগীতজগৎকে আলোকিত করেছিলেন, তেমনি প্রীতম ও জিৎ গাঙ্গুলির পরবর্তী উত্তরসুরি হিসেবে রাণা মজুমদারকে আমরা গর্বের সঙ্গে দেখতে পাচ্ছি।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাণা মজুমদার মঞ্চে গান পরিবেশন করেন। তাঁর সুরেলা গলায় ভেসে ওঠে আবেগ, মুগ্ধতা এবং নস্টালজিয়ার মিশেল, যা উপস্থিত অতিথি, সাংবাদিক ও সংগীতপ্রেমীদের মন জয় করে নেয়।
অনুষ্ঠানের শেষে পরিচালক ও গায়ক রাণা মজুমদার এবং অনুষ্ঠানের আয়োজক শিবু সোম ‘আইকনিকের’ এই হল দেখে মুগ্ধ এবং তিনি বলেন এখানে অনেক আগে এলে ভালো হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *