আইনজীবীদের পুনর্মিলন সভা ইনস্টিটিউট হলঘরে
সম্প্রীতি মোল্লা ,
শুক্রবার বিকেলে কলকাতার কলেজ স্ট্রিট এলাকার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলঘরে সুরেন্দ্রনাথ ল কলেজের প্রাক্তন পড়ুয়াদের পুনর্মিলন সভা হলো।এদিন এই কলেজের (পাঁচ বছরের পাঠ্যক্রম) একদা পড়ুয়ারা বর্তমান আইনজীবীদের পুনর্মিলন অনুষ্ঠান টি হলো। এই সভাগৃহে রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েকশো প্রাক্তনী আইনজীবীরা এসেছিলেন তাঁদের একদা আইন কলেজের পুরাতন স্মৃতি কে উদ্ধারে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বরূপ চৌধুরী, , বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান তথা বিধায়ক অশোক কুমার দেব, বার কাউন্সিলের সদস্য ও ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলঘরের কর্মকর্তা সিদ্ধার্থ মুখোপাধ্যায় প্রমুখ ।এদিন বিকেলে প্রাক্তনী আইনজীবিদের উত্তরীয় / স্মারক দিয়ে বরণ করা হয় । এই আইন কলেজের বিভিন্ন পাঠ্যক্রমের প্রাক্তন – প্রাক্তনীরা (আইনজীবীরা) অংশ গ্রহণ করেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। সারে গামার ব্যান্ড দিয়ে অনুষ্ঠান শেষ হয়। কৃষ্ণেন্দু সরকার ও সঞ্জয় বর্ধন মত স্বনামধন্য আইনজীবীরা জানান -” সুরেন্দ্রনাথ ল কলেজের ৩১ টি পাঠ্যক্রমের হাজারো প্রাক্তন – প্রাক্তনীদের এক সুত্রে বেঁধে এক পরিবার হিসাবে আত্মপ্রকাশ করতে চায়”।