আইনি সচেতনতা শিবির ছাত্রীদের নিয়ে সিউড়িতে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার সিউড়ির কালিগতি স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের কক্ষে স্থানীয় বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। প্রধান আলোচ্য বিষয় হিসেবে – শিশু শ্রম, বাল্য বিবাহ, শিশু পাচার সহ আইনের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। চায়ের দোকান বা অন্যান্য কর্মক্ষেত্রে শিশুদের ও শ্রমিকের কাজে লাগিয়ে থাকেন অনেকে যা সরকারি চোখে বেআইনি।বাল্যবিবাহ ও একটি অপরাধ। সরকারি আইন অনুযায়ী ছেলেদের ২১ এবং মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তাছাড়া কম বয়সে বিয়ে দিলে শারীরিক ভাবে নানান সমস্যার সম্মুখীন হতে পারে। এজন্য সকলেরই সচেতন থাকা দরকার। সুস্থ সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে আইন অনুযায়ী পথ চলা দরকার। অনেক সময় টাকার প্রলোভনে বা দারিদ্র্যের কারণেও শিশু পাচার হয়ে যায়।এসমস্ত বিষয়ে নিজেরা যেমন সচেতন হওয়া দরকার পাশাপাশি পাড়া প্রতিবেশীদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করা দরকার বলে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক, আইনজীবী তাপস সুকুল, সিউড়ি থানার এএসআই অর্ঘ দে,স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জামিলা বুলান্দ আখতার
সহ অন্যান্য শিক্ষিকাগন ।