আইন নিয়ে বিশেষ আলোচনা কলকাতা হাইকোর্টের অডিটোরিয়ামে

Spread the love

সম্প্রতি সারা বাঙলা আইনজীবী ঐক্য মঞ্চের পরিচালনায় হাইকোর্ট অডিটোরিয়ামে পরিপূর্ণ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় স্বাক্ষ্য আইন নিয়ে বিশেষ আলোচনা। বক্তা হাইকোর্টের বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়, ও ডঃ সরফরাজ আহমেদ খান। উপস্থিত ছিলেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়,উদয় কুমার, অপূর্ব সিনহা রায়, অশোক কুমার গাঙ্গুলী। এছাড়াও ছিলেন বিশিষ্ট আইনজীবী জয়ন্ত মিত্র, সর্দার আমজাদ আলী, অশোক ব্যানার্জী সহ অন্যান্য আইনজীবীরা। অনুষ্ঠানে জুনিয়র আইনজীবীদের উৎসাহ দেওয়ার জন্য তাদের হাতে নতুন আইনের বই তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি সঞ্জয় কুমার দাস বলেন -“হাইকোর্টের প্রধান বিচার পতির সহযোগিতা ছাড়া আমাদের এই অনুষ্ঠান সফল হতো না। এছাড়া বিভিন্ন আইনজীবীরা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা অভিভূত’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *