আই সি সি আর এ অনুষ্ঠিত হলো মাসা আওয়ার্ডস 2024
………………………………………….
ইন্দ্রজিৎ আইচ
………………………………………….
বহু প্রতীক্ষিত মাসা অ্যাওয়ার্ডস 2024, অনুষ্ঠিত হল সম্প্রতি আই সি সি আর -এ। উদ্যোক্তা, পেশাদার এবং সামাজিক উদ্যোক্তাদের অসামান্য কৃতিত্বের স্বীকৃতি প্রদানকারী একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠান , যা অতুলনীয় মহিমা এবং উৎসাহের সঙ্গে উদ্ভাসিত হয়েছে। এই বছরের অনুষ্ঠানটি সম্মানিত অতিথি এবং উল্লেখযোগ্য পুরস্কারপ্রাপ্তদের একটি দুর্দান্ত লাইনআপ নিয়ে এসেছে যারা MSME এবং স্টার্টআপ ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এর আয়োজক মন্ত্রস ফাউন্ডেশন ও আইডিয়ারকেড ডিজিটাল সলিউশান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কাজী মাসুম আখতার, টাটা গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার মিস্টার টিভিস শেনয়, ঠান্ডারবোল্ট -এর চেয়ারম্যান ও সহ প্রতিষ্ঠাতা পবন কুমার পাতোদিয়া, ভি কে জেটলি, আইডিয়ারকেড -এর ডিইরেক্ট প্রত্যয় সুর, বং জার্নাল -এর এডিটর শ্রীজা ঘোষ সুর পরিচালক দেবাশীষ সেন শর্মা, সাইবার গুরু রাজর্ষি রায় চৌধুরী ও আরও বিশিষ্ট জনেরা।
মাসা অ্যাওয়ার্ড -এর আহ্বায়ক প্রজ্ঞা ঝুনঝুনওয়ালা জানান যে আমরা খুশি যে এরকম একটা ইকোসিস্টেম লঞ্চ হল যেখানে বিভিন্ন শিল্পর স্টেকহোল্ডাররা ও উদ্যোগপতিরা জড়ো হয়েছে একই প্লাটফর্মে। এতে আরও স্পষ্ট হল যে বাংলার শিল্পকে বৃদ্ধি করতে এরা কতটা আগ্রহী।
মাসা অ্যাওয়ার্ডের মেন্টর বিভর ট্যান্ডন জানান এটি একটি যুগান্তকারী অনুভব আমাদের সবার কাছেই। যেখানে এমএসএমই নিয়ে যারা ছোট ব্যবসা থেকে শুরু করেছে, বা পরবর্তীতে ইউনিকর্ন বা বড় জায়গায় যেতে চলেছে তাঁদের জন্য এটা সকদমই সঠিক প্লাটফর্ম। তবে আমরা চাই যে মাসা অ্যাওয়ার্ডের যে লক্ষ্য তা শুধু শহরে সীমাবদ্ধ না থেকে যাতে গ্রাম মফস্বলে ছড়িয়ে পরে।
মাসা অ্যাওয়ার্ডের লক্ষ্য হল:
শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেওয়া : MSME এবং স্টার্টআপ ইকোসিস্টেমের মধ্যে ব্যক্তি এবং সত্তার বিভিন্ন অর্জনকে স্বীকার করা এবং উদযাপন করা ।
ফোস্টার ইনোভেশন: স্টার্টআপ এবং MSME-কে তাদের যুগান্তকারী ধারণা এবং সমাধান প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে উদ্ভাবনকে অনুপ্রাণিত করা ।
সহযোগিতার প্রচার : ইতিবাচক পরিবর্তন এবং বৃদ্ধির জন্য শিল্প নেতা, উদ্যোক্তা এবং পেশাদারদের মধ্যে নেটওয়ার্কিং এবং সহযোগিতার সুবিধা প্রদান
পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করুন: স্বীকৃতি এবং গল্প বলার মাধ্যমে, উদ্যোক্তাদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করা।