সেখ মিলন (আউসগ্রাম,পূর্ব বর্ধমান)
কড়া নিরাপত্তায় সুষ্ঠুভাবে সম্পন্ন হল আউসগ্রামের তকিপুরের বড়মার নিরঞ্জন। জানা গেছে, পূর্ব বর্ধমানের আউসগ্রামের বিল্লগ্রাম অঞ্চলের তকিপুরের বড়মার নিরঞ্জন ঘিরে প্রতিবছর ব্যাপক উদ্মাদনা থাকে দর্শনার্থীদের। মঙ্গলবার দুপুরে বড়মার নিরঞ্জন প্রক্রিয়ার আয়োজন করা হয়। সকাল থেকেই ভক্তদের ঢল নামে আউসগ্রামের তকিপুরের বড়মার মন্দির প্রাঙ্গণে। কোনরূপ অপ্রিতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল পুলিশ। দীঘির পাড় ও মন্দির প্রাঙ্গণে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। শান্তিপূর্ণভাবে বড়মার নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ডিএসপি (ডিএনটি) সুব্রত মন্ডল, আউসগ্রাম থানার আইসি আব্দুর রব খান,গুসকরা ফাঁড়ির ওসি প্রীতম বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়। দিঘির পাড় ও মন্দির প্রাঙ্গণে বসানো হয় সিসিটিভি ক্যামেরা। দিঘিতে নজরদারিতে ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের দল। তকিপুরের বড়মার ঐতিহ্যবাহী নিরঞ্জনের মুহূর্তে সাক্ষী হতে অগনিত দর্শনার্থীদের ভিড়। প্রায় ৫০ হাজার দর্শনার্থী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সবমিলিয়ে আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বড়মার নিরঞ্জন প্রক্রিয়া।