আউশগ্রামে গ্রামরক্ষী বাহিনীর উদ্যোগে কালীপুজো উপলক্ষে বস্ত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
কালীপুজোকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে আউশগ্রাম থানার গ্রামরক্ষী বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য অনুষ্ঠান। এদিনের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অর্ক ব্যানার্জী, ডিএসপি (এণ্ড ডিএনটি) সুব্রত মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ গুপ্ত সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান আউশগ্রাম থানার আধিকারিক ও গ্রামরক্ষী বাহিনীর সদস্যরা। পরে পুলিশ সুপার সায়ক দাস আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করেন। পাশাপাশি সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন এক ব্যক্তির হাতে তুলে দেন একটি ট্রাইসাইকেল, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়োয়।
অনুষ্ঠানে আয়োজিত অঙ্কন, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতার স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। একইসঙ্গে সমাজ ও প্রশাসনের কাজে নিষ্ঠার সঙ্গে যুক্ত আউশগ্রাম থানার ২০ জন সিভিক ভলান্টিয়ারকে সংবর্ধনা জানানো হয়।
ওইদিন বিকেলে পুলিশ সুপার সায়ক দাস গুসকরা পুলিশ ফাঁড়ির উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে মিলিত হন ও উৎসবের আনন্দ ভাগ করে নেন।
