দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নবী দিবস পালন করা হলো আউসগ্রাম বিধানসভায়।এদিন বিকালে আউশগ্রাম ২-ব্লকের ভেদিয়া অঞ্চলের কাটাটিকুরি গ্রাম থেকে ভেদিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বাইক মিছিল করা হয়।পাশাপাশি কাটাটিকুড়ি গ্রামের মসজিদের পাশে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে নবী দিবস পালন করা হয়। পাশাপাশি এদিন গেরাই গ্রামে জামে মসজিদের উদ্যোগে নবী দিবস পালন করা হয়।এদিনের এই উৎসবে সামিল হয়েছিলেন আউশগ্রাম ২- ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন,জেলা যুব নেতা সঞ্জু, গেঁড়াই জামে মসজিদের ইমাম,হাফেজ, মুয়াজ্জিন এবং অন্যান্য ব্যক্তিরা ।এদিন গোটা গ্রামে মিছিল করা হয়।ও এলাকার ২৫০০ মানুষকে খিচুড়ি খাওয়ানো হয়।পাশাপাশি এলাকার কচি কাঁচাদের নিয়ে নানা সংস্কৃতি অনুষ্ঠান ও কাওয়ালি গানের আসর বসানো হয়।এবং গেড়াই মসজিদে মিলাদ অনুষ্ঠান পালন করা হয়।ব্লক সভাপতি আব্দুল লালন বলেন আমাদের নবী সাহেবের জন্মদিন উপলক্ষ্যে এই নবী দিবস পালন করা হয়।অমরা প্রতি বছরের ন্যায় এবারও আমাদের গ্রামে নবী দিবস পালন করলাম।গোটা গ্রাম জুড়ে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয় গোটা গ্রামের মানুষের খাবারের আয়োজন করা হয়েছিল। আমাদের গ্রামের শুধু নয় গোটা ব্লক জুড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সামিল হয়ে নবী দিবস পালন করে।পাশাপাশি এদিন ইটাচাঁদা এলাকায় নবী দিবস উপলক্ষে একটি মিছিল বের করা হয়।দিনভর নানা অনুষ্টানের মধ্যে দিয়ে দিনটিকে পালন করা হয়।
আউশগ্রামে নবী দিবস
