প্রত্যুষ চক্রবর্তী,আউশগ্রাম: মরহুম হালিম হালিমা স্মৃতি কাপ ও দাতা লালন মেলার সূচনা হল শনিবার।পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ নং ব্লকের গেঁড়ায় ফুটবল মাঠে এই খেলার সূচনা করা হয়। বলাবাহুল্য এই মেলা ও আকর্ষণীয় এই ফুটবল খেলা উপভোগ করার জন্য এলাকার বহু আসা করে থাকেন। এস,এম,ডির কর্ণধার আব্দুল লালন ও আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্ডার ও তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই ফুটবল উদ্বোধনী খেলায় হাজির ছিলেন জেলা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার,সহ সভাধিপতি গার্গী নাহা,ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার,মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী,আউসগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বাড়ুই ও আউশগ্রাম ২-ব্লক নেতৃত্ব।এদিনের এই খেলা দেখতে হাজার হাজার মানুষ ভীড় জমান। আকর্ষণীয় হিসাবে মহিলা ঢাকি,মহিলা ব্যান্ড,আদিবাসী নৃত্য ও সারেঙ্গী সঙ্গীত ও নৃত্য নিকেতনের পক্ষে মাঠের মাঝে বিশেষ নৃত্য সকল মানুষের মন জয় করে। ১৬ টি দলের এই নক আউট ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে বহিরাগত প্রচুর মানুষের সমাগম হয়। অতিথিদের সম্বর্ধনা, পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে খেলাটির শুভ সূচনা করা হয়।এদিনের এই খেলায় মুখোমুখি হয় দুর্গাপুর একাদশ ও কলকাতা একাদশের মধ্যে।টানটান খেলায় ১-০ গোলে জয়লাভ করে দুর্গাপুর একাদশ। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে যেন উৎসবের আকার নেয়।
আউশগ্রামে ফুটবল টুর্নামেন্ট
