আউশগ্রামে বস্ত্র বিতরণ

Spread the love

বুধবার সকালে আউশগ্রামের সোমাইপুর আদিবাসী ও বাগ্দী পাড়ায় দুটি পৃথক জায়গায় দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ করা হয়। এই শীতবস্ত্র বিতরণের উদ্যোক্তা হল নবীন কিষাণ কোম্পানি ও মির্ধা ফাউন্ডেশন। এই দুই সংস্থার যৌথ উদ্যোগ ছাড়াও গ্রামের সাধারণ মানুষরাও এই বিতরণের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এই বিতরণের অনুষ্ঠানে মোট ২৬২ জন গরীব মানুষজনকে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবল্লভ কোনার, দীপঙ্কর ঘোষ, রিজানুর মিদ্যা, ভূবন বাগদি সহ গ্রামের আরও কয়েকজন বিশিষ্ট মানুষজনরা উদ্যোক্তাদের তরফে রাজবল্লভ কোনার বলেন,স্থানীয় সিভিক ভলেন্টিয়ার্স ভূবন বাগদির প্রচেষ্টায় এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।এলাকার যে সমস্ত মানুষ পিছিয়ে পড়া বা আর্থিক ভাবে দুর্বল সেই সমস্ত মানুষদের একটা লিস্ট করে অমরা সেই সমস্ত মানুষের হাতে কিছু শীতবস্ত্র তুলে দিলাম।আগামীদিনে অমরা এই এলাকার সমগ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেবো এই শপথ এখানথেকে নিলাম।অমরা অসহায় মানুষের পাশে আছি।আমাদের সাথে গ্রামবাসীরা দারুন ভাবে সহযোগিতা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *