আউশগ্রাম থানার গ্রামরক্ষী বাহিনীর শ্যামাপুজোর অনুষ্ঠানে মঞ্চ মাতালেন দোহার ব্যান্ড।

Spread the love

আউশগ্রাম থানার গ্রামরক্ষী বাহিনীর শ্যামাপুজোর অনুষ্ঠানে মঞ্চ মাতালেন দোহার ব্যান্ড।


এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি (ডি এন্ডটি)সুব্রত মন্ডল, এস বি এস টি সির চেয়ারম্যান সুভাষ মন্ডল, আউশগ্রাম থানার আইসি শান্তনু অধিকারী,বিশিষ্ট সমাজসেবী আব্দুল লালন, আফজল রহমান(সঞ্জু) সহ এলাকার বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।এদিন আউশগ্রাম ফুটবল মাঠে সংগীতানুষ্ঠানে হাজির হয়েছিল দোহার ব্যান্ড।নাচে গানে মঞ্চ মাতলেন শিল্পীরা।এদিন অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন আউশগ্রাম, করোটিয়া,সুখাডাঙ্গা, দামনগর, বননবগ্রাম,আলেফনগর সহ আশপাশের কয়েক হাজার শ্রোতাপ্রিয় মানুষ।অনুষ্ঠান মঞ্চ শিল্পীদের বরণ করে দেওয়া হয় স্মারক ও পুষ্পস্তবক দিয়ে আউশ গ্রাম গ্রামরক্ষী বাহিনীর পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *