আউসগ্রামের কালিদহ গ্রামে একটি স্বেচ্ছাসেবক সংস্থার উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিশেষ আলোচনা সভা।

Spread the love

আউসগ্রামের কালিদহ গ্রামে একটি স্বেচ্ছাসেবক সংস্থার উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিশেষ আলোচনা সভা।

পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের কালিদহ গ্রামে, গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতির উদ্যোগে বেরেন্ডা গ্রাম পঞ্চায়েতের ৫০০ থেকে ৬০০ মহিলাদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
উদ্দেশ্য মহিলাদেরকে বিভিন্ন কাজের মাধ্যমে স্বনির্ভর করা।

উল্লেখ্য মহিলাদেরকে স্বনির্ভর করতে বিভিন্ন সোসাইটির মাধ্যমে নানান কর্মসূচি পালন করছেন বিশিষ্ট সমাজসেবীর ডক্টর মলয় পিট।
তা পজিটিভ বার্তার মাধ্যমে ছড়ি দেয়া হচ্ছে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে।
এখানে পজিটিভ বার্তার মাধ্যমে সমাজকে দেয়া হচ্ছে নতুন নতুন বার্তা।
মূল লক্ষ্য পজিটিভ বার্তার মাধ্যমে সমাজকে পরিবর্তন করা।
এই সমস্ত মহিলাদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য আলোচনা সভার আয়োজন করা হয় ।
মূলত মহিলাদেরকে বিভিন্ন ব্যবসার মাধ্যমে তাদের অর্থনৈতিক কাঠামোকে আরো উন্নতি করা হবে বলে জানান সংস্থার সদস্যরা।

গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতির উদ্যোগে খুশি হয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

সনজিতা খাতুন জানান যে আজকের এই অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি যথেষ্টই আমাদের প্রেসিডেন্ট মলয় পিঠের লক্ষ্য ৫ হাজার মহিলাকে কর্মসংস্থান করে দেবেন।
তাই যে সমস্ত মহিলারা আগ্রহী তাদেরকে নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
পাশাপাশি পজিটিভ বার্তার কথাও আমরা মহিলাদের কে জানাই এবং পজিটিভ বার্তা গ্রুপে তাদেরকে যোগদান করায়।
সংস্থার সম্পাদক শফিকুল আলম মন্ডল জানান যে, আমরা এই গ্রামবাংলায় মহিলাদের কর্মসংস্থান করবো বলে যে উদ্যোগ নিয়েছি তাতে করে মহিলাদের উৎসাহ চোখে পড়ার মতো।
আমাদের যে চিন্তাভাবনা তা বাস্তবে রূপ নেবে, কয়েক বছরের মধ্যে।

আউসগ্রাম থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *