আকাশ ৮- এ”রাত পোহালো শারদ প্রাতে”মহালয়া এবার মায়েদের সাথে।

Spread the love

আকাশ ৮- এ
“রাত পোহালো শারদ প্রাতে”
মহালয়া এবার মায়েদের সাথে।

  • ২রা অক্টোবর, বুধবার, দেবীপক্ষের সূচনায় গুডমর্নিং আকাশের অতিথি জয়তী চক্রবর্তী –

বাংলার মায়েরা, মেয়েরা কিভাবে কাটায় তাঁদের দুর্গাপুজোর দিন গুলো? পুজোর কটা দিন সবাই ঠাকুর দেখতে যখন যায়, তারা কি ছুটি পায়? চার ছেলেমেয়ে আর তার বাহনদের নিয়ে কিভাবে কাটে মা উমার সারা বছর? মর্ত্যে এসেও কি তাঁর ছুটি মেলে? এই বিশ্ব সংসারের চালিকা শক্তি তো মেয়েরা, তাই শক্তিরূপে তাঁরা দেবী রূপে পূজিতা।

বাস্তবেও কি তাই? দুর্গা পুজোর গল্প – গানে সাজানো থাকবে আমাদের এই অনুষ্ঠান।
থাকবে বাংলার বিভিন্ন জেলার পুজোর গল্প, জেলার লোকগান, পুজোর গান, আগমনী,
বাংলা রেট্রো, আধুনিক গান এবং স্তোত্রপাঠ। ১লা অক্টোবর রাত সাড়ে ৯টা থেকে সকাল ৭:৩০টা পর্যন্ত।* আকাশ আটের
স্টুডিও থেকে সরাসরি live.

স্টুডিওয় থাকবেন বাংলার পরিচিত শিল্পীরা। যাদের গান আর গল্প দিয়ে
আমাদের এই গঙ্গাজলে গঙ্গাপুজো। আর তাঁদের সাথে থাকবেন দীর্ঘদিন ধরে চলা “আকাশ ৮- এর” জনপ্রিয় অনুষ্ঠান

“আকাশের সুপারস্টার” থেকে উঠে আসা জেলার কিছু মুখ। বাস্তবের এই উমা-মেনকাদের নিয়েই সূচনা এই দেবীপক্ষের।

  1. শম্পা কুন্ডু
  2. সোহিনী মুখার্জি
  3. অর্পিতা চক্রবর্তী
  4. দোয়েল গোস্বামী
  5. শম্পা বিশ্বাস
  6. পোর্শিয়া সেন
  7. শ্রেয়া সাহা
  8. অনিন্দিতা চন্দ
  9. স্বাগতালক্ষ্মী দাসগুপ্ত
  10. তৃষা পাড়ুই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *