*আগরপাড়ায় “চাঁদের দেশ”
দীপঙ্কর সমাদ্দার: আগরপাড়ার গাঙ্গুলী পাড়া ষষ্ঠীতলা উন্নয়ন সমিতির এবারের পূজোর থিম “চাঁদের দেশ”। পঞ্চমীর দিন সন্ধ্যে সাতটায় উদ্বোধন করলেন ইসরোর বিজ্ঞানী রাজিব সাহা। রাজিব জানালেন এই গাঙ্গুলী পাড়াতেই তার বড় হয়ে ওঠা আর আজ এই ৩৭ তম বর্ষের দুর্গোৎসবের দ্বারোদঘাটন তার হাত দিয়ে হল এটা তার জীবনের একটা অন্যতম দিন। চাঁদের দেশ এই থিমটি সম্পূর্ণ চন্দ্রযান থ্রি ও মহাকাশ নিয়ে করা হয়েছে ।রাজীব জানালেন এই পরিবেশটাতে থেকে তার মনে হচ্ছে সে যেন ল্যাবেই বসে আছে। তিনি আরো জানালেন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য নিয়ে যেহেতু এই পুজোর থিম সেহেতু আগামী দিনের মহাকাশ বিজ্ঞান নিয়ে অনেকেই উৎসাহিত হবে এখান থেকে বিষয়গুলো দেখে। কমিটির সম্পাদক সিদ্ধার্থ রায় চৌধুরী জানালেন রাজীব যেহেতু আমার পাড়ার ছেলে ওর কথা মাথায় রেখেই এবারের পূজোর থিমে “চাঁদের দেশ” ভাবা হয়েছে। চন্দ্রযান থ্রি নিয়ে লাইট এন্ড সাউন্ড শো এর ব্যবস্থা আছে ।এছাড়া ছাত্র-ছাত্রীদের মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনার জন্য উৎসাহিত করতে সম্পূর্ণ বাংলাতে মহাকাশের বিভিন্ন তথ্য এবং ইসরোর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে। মঞ্চে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রাবন্তী রায় ও সমাজসেবক সুকদেব গাঙ্গুলী ।রাজীবের হাত দিয়ে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত মানুষের মুখে শোনা গেল গাঙ্গুলী পাড়া ষষ্ঠিতলা উন্নয়ন সমিতির পুজো একজন বিজ্ঞানীর হাত ধরে উদ্বোধন হলো এটা ব্যতিক্রম।। মন্ডপের মুখেই প্রায় চারতলা বাড়ির সমান রকেটটি ভীষণ দৃষ্টিনন্দন।। থীমের উপর মিল রেখে ঠাকুরের অঙ্গসজ্জা এবং রঙ ভীষণ মানানসই। প্রথম দিনেই মানুষের উপচে পড়া ভিড় মনে করিয়ে দেয় মানুষ সব সময় ব্যতিক্রমী জিনিস ভালোবাসে।