নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৮শে জুলাই রবিবার অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের “দূরে কোথাও পত্রিকা সম্মান ২০২৪” ও বাংলা নববর্ষ উদযাপন। এই বছরের জমকালো অনুষ্ঠানটি হবে উত্তরবঙ্গের,কাঞ্চনপাড়া, জলদাপাড়া, ফালাকাটা, আলিপুরদুয়ারের চারমূর্তি রিসোর্ট ‘ এ।
বিগত বছরগুলির মত এবারও উত্তরবঙ্গ শাখার “দূরে কোথাও পত্রিকা সম্মান ২০২৪” ও বাংলা নববর্ষ উদযাপন করতে চলেছে এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের (রবীন্দ্রগীতি, আবৃতি, নাচ, শ্রুতি নাটকের মধ্যে দিয়ে সাথে থাকছে সেরাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট অতিথিবৃন্দ।সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানটি শুরু হবে সকাল ১১.৪৫ মিনিট থেকে আর চলবে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত। সারাদিন ব্যাপী এই জাঁকজমক অনুষ্ঠানের সাথে সাথে থাকছে খাওয়া দাওয়া। পুরো অনুষঠানটি পরিচালনা করছে “দূরে কোথাও পত্রিকা ও পাবলিকেশন পরিবার।।