আগুনে চিত্র
শ্রী সমরেন্দু চক্রবর্ত্তী
যে ছবি মনেমনে আগুন ধরায়!
যে ছবি তুলছে ঘুর্ণি — চেতনায়,
তাতিয়ে তারে করে গনগনে লাল!
সে রঙ রাঙাক না দিকচক্রবাল!
প্রতিরোধ ছিটিয়ে শোষকে করে রুদ্ধ
ভূলন্ঠিত করুক যেথা যত ধর্মধ্বজ!
মানুষে মানুষে ঘৃণার হোক শেষ —
ধর্ম জালিয়াতির না থাক ধ্বংসাবশেষ।
ধর্মনিরপেক্ষতার জলন্ত চিতা নিভুক,
গণতন্ত্রের কবরে সাম্যের ফুল ফুটুক!
সে চেতনা রক্ষা করুক পরিবেশ,
ধংস করুক শোষণ, করুক শেষ!
চিত্তে আগুন ধরানো সকল চিত্র —
রক্ষা করুক মনুষ্যত্ব ও জীববৈচিত্র্য।
বিজ্ঞান আলোয় সভ্যতা হোক ঝলমল,
রক্ষিত হোক পৃথিবী শ্রেষ্ঠ তাজমহল!