আগুনে পুড়ে ছাই একটি বাড়ি, রাইপুরের ধানাড়া গ্রামে:

Spread the love

আগুনে পুড়ে ছাই একটি বাড়ি, রাইপুরের ধানাড়া গ্রামে:

—সাধন মন্ডল বাঁকুড়া:———-মঙ্গলবার সন্ধ্যায় রায়পুর ব্লকের থানারা গ্রামের আদিত্য ওগুলির বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। এবং নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র আশ্রয়হীন ও বস্ত্রহীন হয়ে পড়ে আদিত্য গুলির পরিবার স্থানীয় ও পারিবারিক সূত্রে জানতে পারা যায় গ্যাসের সিলিন্ডার থেকে বিপত্তি, পুড়ে ছাই মাটির বাড়ি, তিল তিল করে জমানো নগদ অর্থ থেকে আসবাবপত্র ও বাড়ির জিনিসপত্র। এক নিমেষেই সব ছারখার। জানাগেছে, রান্নার গ্যাসের ট্যাংকের রেগুলেটরের কাছে হঠাৎ আগুন লেগে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ বাঁকুড়ার রাইপুর ব্লকের ধানাড়া গ্রামে। ধানাড়া গ্রামের বাসিন্দা ধনঞ্জয় গুলির স্ত্রী, প্রায় দুই বছরের শিশু কন্যাকে কোলে নিয়ে তার জন্য খাবার তৈরী করছিলেন, হঠাৎ রান্নার গ্যাসের ট্যাংকের রেগুলেটরের কাছে দপ করে আগুন জ্বলে ওঠে নিমেষে ছড়িয়ে পড়ে সেই আগুন। এবং কিছুক্ষণের মধ্যে সমস্ত কিছু পুড়িয়ে ছাই হয়ে যায় প্রাথমিক ভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন , খবর দেওয়া হয় দমকলে ও রাইপুর থানাপুলিশকে। ততক্ষণে টিনের চাল দেওয়া পুরো মাটির বাড়ি আগুনের গ্রাসে। প্রায় ৪০ মিনিট পর ঘটনাস্থলে খাতড়া থেকেআসে দমকলের একটি ইঞ্জিন। আগুনের নেভানোর কাজ শুরু করে, ততক্ষণে আগুনে পুড়ে ছাই ঘরের আসবাব পত্র, জামা কাপড় সহ সমস্ত জিনিসপত্র। দমকলের ইঞ্জিন তারপরেও জল দিয়ে আগুনকে নিভি য়ে ফিরে যায়। ঘটনার খবর পেয়ে আজ রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক হীরক বিশ্বাস তার সহকারি যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় ব্যাপারীকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণও বিপর্যয় মোকাবিলার প্রাথমিক প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আদিত্য বাবুর বাড়িতে যান এবং তাদের হাতে ত্রিপল, জামাকাপড়, ও শুকনো খাবার তুলে দেন। এছাড়া আজ এই অসহায় পরিবারের সাথে দেখা করতে আসেন দক্ষিণ বাঁকুড়ার বিশিষ্ট সমাজসেবী তথা বাঁকুড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজকুমার সিংহ। তারা সকলেই তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *