আগ্রা কেল্লার কান্না
বিভাগ –গদ্য কবিতা
কলমে–নির্মল কুমার প্রধান
তারিখ –২১/১০/২০২৪
যমুনার পাড় ছুঁয়ে তুমি বসে আছো
ইতিহাসের লাল রঙা স্মৃতি হ’য়ে
যত পাতা উল্টে যাই তত বিষাদের গন্ধ ঝরে
আগামী প্রজন্মের কাছে
জেগে আছো তুমি শা-জাহানের বোবা কান্না হ’য়ে।
তোমার রাঙা বেলেপাথরের গরিমা
মোগল পরিবারের অহংকার , আভিজাত্য
অণু-পরমাণুতে মিশে থাকা রাজকীয় গন্ধ
সবকিছু ছাড়িয়ে এখন সাম্রাজ্য পতনের নিস্তব্ধতা
মূক ,বধির ক’রে রেখেছে জানি তোমাকে।
তোমার অশ্রু ধারা বয়ে যায়
যমুনার কোল ছুঁয়ে তাজমহলের দিকে উজান ঢেউয়ে
ইতিহাসের পাতা সেই রসে সিক্ত
সময়ের স্রোত মুখে ফেনিল ফেনিল হ’য়ে
বর্ণাক্ষরের সোনালি রেখায় বিন্দু বিন্দু জমে আছে।
আগ্রা ,
১৯/১০/২০২৪