খায়রুল আনাম,
অবশেষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁচাতে শনিবার ১৬ নভেম্বর বেলা তিনটেয় বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলের জেলা কোর কমিটির যে বৈঠক হতে চলেছে, তাতে দল তো বটেই, অন্য রাজনৈতিক দলের মধ্যে একটা আগ্রহ ও কৌতূহল তৈরী হয়েছে। কোর কমিটির ছয় সদস্য রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারমড. আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে শেখ কাজল এবং সুদীপ্ত ঘোষ-সকলেই এই বৈঠকে যেমন উপস্থিত থাকবেন তেমনি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পেয়ে কোর কমিটির এই বৈঠকে দলের জেলা সভাপতি অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডলও উপস্থিত থাকবেন বলেই জানা যাচ্ছে। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী এই বৈঠক আহ্বান করেছেন। এই বৈঠকের আগেই তিনি জানিয়ে দিয়েছেন, এটি একেবারেই সাধারণ বৈঠক। মারামারি হবে না, তর্কও হবে না। আগেই কোর কমিটির বৈঠক হয়েছে। এই নিয়ে বিতর্কের কী আছে? তিনি ‘মারামারি হবে না, তর্কও হবে না’ বলে কেন মন্তব্য করলেন, তা নিয়েও রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গিয়েছে। দলের বিজয়া সম্মিলনীতে অনুব্রত মণ্ডল এবং শেখ কাজলকে একবারের জন্যও এক মঞ্চে দেখা যায়নি। এই বৈঠকে তাঁরা উভয়েই উপস্থিত থাকবেন। তাই স্বাভাবিকভাবেই এই বৈঠক নিয়ে সবার মধ্যেই একটা আগ্রহ তৈরী হয়েছে। আবার এই বৈঠকে দলের হয়ে কাজ করা ভোট সমীক্ষক সংস্থার দুই প্রতিনিধি উপস্থিত থাকবেন বলেও জানা যাচ্ছে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।