আজ বিশ্ব যোগ দিবসে আঠারোর উর্ধ্বে ব্যক্তিদের করোনা টিকাকরণ কর্মসূচি কেন্দ্রীয় সরকারের

Spread the love

আঠারোর উর্ধ্বে  সব নাগরিক বিনামূল্যে করোনা ভ্যাক্সিন পাবে; প্রধানমন্ত্রী 

শুভ ঘোষ,
করোনা ভ্যাক্সিনের বণ্টন এবং কেন্দ্র- রাজ্যের দামের তারতম্য নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে।আদালত কি নির্দেশ দেবে, তা নিয়ে গোটা দেশবাসী যখন মশগুল। ঠিক সেই সময় প্রধানমন্ত্রী জাতীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বড় ঘোষণা দিলেন। সোমবার বিকেল পাঁচটায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন – ‘ আঠারোর উর্ধ্বে দেশের সব নাগরিকদের কে বিনামূল্যে করোনা ভ্যাক্সিন দেবে কেন্দ্রীয় সরকার।কোন খরচ করতে হবেনা রাজ্যকেও।টিকাকরণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাজ্য কে। ২১ জুন যোগ দিবসে এই টিকাকরণ কর্মসূচি চালানো হবে কেন্দ্রীয় সরকারের পক্ষে। টিকা  উৎপাদনকারী সংস্থার কাছ থেকে ৭৫% টিকা কেন্দ্রীয় সরকার কিনে নেবে।এইসব টিকা রাজ্য গুলি কে বিনামূল্যে দেওয়া হবে। গত ১৬ জানুয়ারি থেকে দেশ জুড়ে করোনা টিকাকরণ শিবির চলছিল। তবে তা ৪৫ বছরের বেশি ব্যক্তিদের কে।এবার ১৮ বছরের বেশি ব্যক্তিদের করোনা টিকা বিনামূল্যে দেওয়া হবে। তবে যারা বেসরকারি হাসপাতালে করোনা টিকা নেবেন। তাদের কে ১৫০ টাকা সার্ভিস ট্যাক্স লাগবে।আর এটা দেখবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *