খায়রুল আনাম,
বীরভূম : জেলা তৃণমূল কংগ্রেস কমিটির বৈঠকে রবিবার ২৯ ডিসেম্বর আড়াই বছর পরে হাজির হলেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা ছাড়াও পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম, মঙ্গলকোট ও আউশগ্রাম বিধানসভার ভার দলীয়ভাবে রয়েছে অনুব্রত মণ্ডলের উপরে। আর সেখান থেকেই তিনি আগামী বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিলেন বলেই জানা যাচ্ছে। এদিন দলের বোলপুর কর্যালয়ের বৈঠক-নির্যাসে তেমনটাই ঘটেছে বলে জানা যাচ্ছে। এদিনের বৈঠকে দলের জেলার সব সাংসদ, বিধায়ক ও ত্রিস্তর পঞ্চায়েতস্তরের সমস্ত পদাধিকারী মিলিয়ে ৫২০ জন উপস্থিত ছিলেন। গত ১৫ ডিসেম্বর দলীয়স্তরে একটি বৈঠক হয় রামপুরহাটে। তখনই এদিনের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুব্রত মণ্ডল তিহাড় জেলে থাকাকালীন সময়ে লোকসভা ভোট হয়েছে। যাতে দেখা গিয়েছে, জেলার তিনটি মহকুমা শহর বোলপুর, রামপুরহাট ও সিউড়িতে পিছিয়ে থেকেছে তৃণমূল কংগ্রেস। অথচ, ওই তিনটি পৌরসভায় ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে দলীয় সভায় প্রশ্ন তুলে দলের বীরভূম সাংসদ শতাব্দী রায় সরাসরি মন্তব্য করেছিলেন যে, পৌর ভোটে যারা পরিবারের দাদা, স্ত্রী, সন্তানদের প্রার্থী করে জিতিয়েছেন, তারা লোকসভা ভোটে সে ভাবে কাজ করেননি। এক্ষেত্রে দলীয়স্তরে অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রসঙ্গও উঠে এসেছিল। তাই তাৎপর্যপূর্ণভাবে এদিনের বৈঠক শেষে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়ে দিয়েছেন যে, তিনি এক মাসের মধ্যে সব সমস্যা মিটিয়ে সবই জলের মতো করে দিবেন।