আতসবাজি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Spread the love

শুভ ঘোষ,

আজ দক্ষিণ 24 পরগনার জেলার মহেশতলার , রামেশ্বরপুরে ৪ইও ৫ ই জুলাই দু’দিনব্যাপী আতশবাজির এক প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে যারা প্রশিক্ষক বা শিক্ষিকা ছিলেন তাদের মধ্যে অন্যতম ভারত সরকার স্বীকৃত নাগপুরের গবেষক সাধনা রাইলু,প্রদেশ আতশবাজির ব্যবসায়ী সমিতির সম্পাদক শুকদেব নস্কর জানান আগামী দিনে এই আতশবাজি তৈরি প্রশিক্ষণ পরিচয় পত্র পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে. দক্ষিণ ২৪পরগনা জেলার বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল জানান সরকারের এবং আদালতের নিয়ম বিধি মেনে আমরা এই নুঙ্গী মহেশতলা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন. আজকের এই অনুষ্ঠানে বহু বিশিষ্টজন ও বিভিন্ন জেলার বাজি ব্যবসায়ীরা উপস্থিত হন তাদের মধ্যে অন্যতম হলেন রয়েল ইন্ডাস্ট্রিজ আতসবাজির এর মালিক শেখ রফিউল,প্রদেশ আতশবাজি ব্যবসায়ী সমিতির সম্পাদক শুকদেব নস্কর মহেশতলা ৩০ নম্বর ওয়ার্ডের সভাপতি অজয় রাজ,
মহেশতলা ব্লকের নেতা নবীন বাছার উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *