আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে মেধা তালিকা প্রকাশ করলো এসএসসি
নিজস্ব প্রতিনিধি,
গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় হস্তক্ষেপ করেনি। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রকাশ করা হল মেধাতালিকা। বুধবার সন্ধেবেলায় স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। মামলার জটে দীর্ঘদিন ধরে আটকে ছিল নিয়োগের প্রক্রিয়া।১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ নিয়ে তৈরি হয়েছিল আইনী জটিলতা। শেষ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট।গত ২৮ অগস্ট মাসের শুনানিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, -‘আগামী চার সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে। সেই মতো বুধবার তালিকা প্রকাশ করা হল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন, মেধাতালিকা প্রকাশ করার কথা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি চাকরিপ্রার্থীরা।২০১৫ সাল থেকে এই নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। অর্থাৎ প্রায় ৯ বছর পর এই পরিস্থিতি চাকরির আশা দেখছেন প্রার্থীরা। হাইকোর্ট রায় দেওয়া পর নিয়োগে আর কোনও বাধা ছিল না। কিন্তু এই মামলা পৌঁছে যায় শীর্ষ আদালতে।২০২০ সালে হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিলেও প্যানেল প্রকাশ করার অনুমতি দেওয়া হয় ২০২৩ সালে। এরপর আবার মামলা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এভাবেই মামলার জটে আটকে ছিল নিয়োগ। গত ২৮ অগস্ট হাইকোর্টে শুনানি শেষ হয়। সেখানেই মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে আগামী ২১ নভেম্বরের মধ্যেই ১৪,০৫২ জন প্রার্থীর নিয়োগে চাকরি সুনিশ্চিত করতে হবে। স্কুল সার্ভিস কমিশনের ঘোষণা অনুযায়ী, শূন্যপদের সংখ্যা ১৪,৩৩৯। এদিন তালিকা প্রকাশ হওয়ায় প্রায় ৯ বছরের অপেক্ষার অবসান হল।এতে খুশির হাওয়া সাধারণ চাকরিপ্রার্থীদের মধ্যে।