আদিবাসীদের জন্য আয়োজিত হলো বসন্তোৎসব

Spread the love

আদিবাসীদের জন্য আয়োজিত হলো বসন্তোৎসব

সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান -:

  গুসকরা রামধনু ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আউসগ্রামের দীগনগর-২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝরগোড়িয়া গ্রামের জঙ্গলে   আয়োজিত হলো বসন্তোৎসব। অংশগ্রহণ করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের শিশু ও কিশোরীরা।

  পরস্পরকে আবির মাখিয়ে রঙিন হওয়ার পাশাপাশি তারা সঙ্গীত ও নৃত্যে মেতে ওঠে। তাদের আনন্দ দেওয়ার জন্য গুসকরা থেকে অতিথি হিসাবে এসেছিলেন বিশিষ্ট নৃত্য শিল্পী পৃথা চক্রবর্তী। তিনিও ওদের সঙ্গে দোল উৎসবে মেতে ওঠেন। তখন শিশু ও কিশোরীদের মধ্যে আলাদা উন্মাদনা দেখা যায়। 

  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আউসগ্রাম-১ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শীলা মাড্ডি ও দীগনগর-২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান সবিতা মাহাতো। সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সোমা তেওয়ারী, সাগরিকা চক্রবর্তী ও রত্না ঘোষ। এছাড়াও বসন্তোৎসবে অংশগ্রহণ করেন স্থানীয় বাসিন্দারা।

   সোমা দেবী বললেন,  বসন্তোৎসবের    আয়োজন করতে পেরে খুব ভাল লাগছিল। ওইসব শিশু-কিশোরীদের নিষ্পাপ হাসি আমাদের কাছে বড় উপহার ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *